কাগজ প্রতিবেদক
স্বৈরাচার ও খুনীদের ফাঁসির দাবিসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচী পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী কর্মসূচিতে দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় ফ্যাসিবাদী হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিশেষ ট্রাইব্যুনালে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত, সংখ্যালঘুদের ওপর আওয়ামী পরিপন্থীদের পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের ঘটনায় দোষীদের বিচার এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবিসহ ৪ দফা দাবি তুলে ধরেন ছাত্ররা। দ্রুত এসব দাবি মেনে না নিলে কঠোর হুঁশিয়ারি দেন আন্দোলনকারি শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।