কাগজ প্রতিবেদক
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ ও শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (ন্যাপ) মহাপরিচালক ও যুগ্ম-সচিব ফরিদ আহমদ। গতকাল মঙ্গলবার দুপুরে ন্যাপ কনফারেন্স রুমে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোশিদ আলম। উপপরিচালক ডিজিটাল মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকের ক্ষতিকারক দিক তুলে ধরে বলেন, মরণ নেঁশা মাদককে না বলতে সমাজের সকল পর্যায়ের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের যথেষ্ট ভূমিকার রয়েছে। যুব সমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। তিনি বলেন, একটি পরিবারে মাদকাসক্ত সদস্য থাকলে সেই পরিবারটি একদিকে যেমন অর্থনৈতিকভাবে নি:শ^ হয়ে যাচ্ছে, অন্যদিকে জীবন-যৌবন সবই হারাতে হচ্ছে তাকে। মাদকাসক্ত মানুষটি দিনিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
শিক্ষক সমাজকে সমাজের বিবেকবান মানুষ আখ্যা দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় বলেন, মাদককে না বলতে নিজের পরিবারে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থী বা সন্তানদের আচরণবিধি খেয়াল রাখতে হবে। মাদকের ভয়াল পরিনতি সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। পুরো জেলায় মাদকের ভয়াল আগ্রাসনের কথা তুলে ধরে প্রেসক্লাব সম্পাদক অমিত রায় বলেন, সাংবাদিক বন্ধুরাও সমাজের নানা চিত্র তুলে ধরছে প্রশাসনের কাছে। কিন্তু কোথাও কোথাও প্রশাসন নিরব ভূমিকায়। একটি সুস্থ্য সমাজ বিনির্মানে শিক্ষকদের সচেতন ভূমিকা রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
ন্যাপ মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের দর্পণ হিসেবে তাদের লেখনির মাধ্যমে সোচ্চার ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের কুফল তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তুলে ধরে তিনি বলেন, মরণব্যধি মাদককে না বলুন। যুবসমাজ, শিক্ষার্থী ও সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সমাজে ভূমিকা রাখুন। সেমিনারে ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জন্য সারাদেশ থেকে আগত ৬৭ জন পিটিআই ইনস্ট্রাকটর ও ইউআরসি ইনস্ট্রাকটর অংশগ্রহন করেন।