কাগজ প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, গণহত্যাকারি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসররা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে যে হত্যাকান্ড ঘটিয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। বাংলার মাটিতেই এদের কবর দেওয়া হবে বলে হুশিয়ারি দেন। খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বক্তারা।
পরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। কর্মসূচিতে আবনিজীবীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ##