কাগজ প্রতিবেদক
সবুজ নগরায়ন নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নগরব্যাপী বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বুধবার দুপুরে শিল্পাচার্য জয়নুল উদ্যানের চত্বর সংলগ্ন রাস্তার ডিভাইডার ও অন্যান্য এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসুচি শুরু হয়। কর্মসুচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।
এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রায় ৮ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, জনসংযোগ কর্মকতা শেখ মহাবুল হোসেন রাজিবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ##