ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকা থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে নাটিয়াপাড়া মহাসড়কের সার্ভিস লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কাঁথা, পলিথিন ও চাদর দিয়ে মোড়ানো ছিল।
তিনি আরো বলেন, কে বা কারা করোনা সন্দেহে কিংবা হত্যা করে ওই ব্যক্তির লাশ এখানে ফেলে যেতে পারে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।