মাদারীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পাঁচজন শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুরের মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এর মধ্যে শিবচর উপজেলার ১৫ জন এবং সদর, রাজৈর ও কালকিনিতে একজন করে শনাক্ত হয়েছে।
গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন ডা: শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তারা দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন।
এদিকে, ১৯ মার্চ থেকে লকডাউন চলছে শিবচর উপজেলায়। জেলায় দুপুর ২টার পর বন্ধ থাকছে ফার্মেসি ছাড়া সব দোকানপাট। এছাড়া সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
উল্লেখ্য, শনিবার রাত ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রবাসীর স্ত্রী মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।