মাদারীপুরে পুলিশের পিএসআই অনিমা বাড়ৈকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের পৌর শিশুপার্কের পাশে এ ঘটনা ঘটে।
আহত অনিমা সদর মডেল থানার প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই)।
ঘাতক রনবীরের বাড়ি বগুড়ায়। তিনি ঢাকায় থাকেন বলে জানায় পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, সদর মডেল থানায় ডিউটি শেষে সন্ধ্যার পর বের হন অনিমা। পরে রিকশা করে তার ’প্রেমিক’ রনবীরের সাথে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। রাত সাড়ে ১১টার দিকে অনিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন রনবীর। এ সময় অনিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ওই ’প্রেমিক’। পরে গুরুতর অবস্থায় অনিমাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
এদিকে ঘাতক রনবীরকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।