প্রেসিডেন্ট বোলসোনারোর পক্ষে আয়োজিত সমাবেশে মুখে মাস্ক না পরার জন্য ব্রাজিলের শিক্ষা মন্ত্রীকে জরিমানা করা হয়েছে।
দক্ষিণ পন্থী প্রেসিডেন্ট বোলসোনারোর সবচেয়ে বিতর্কিত মন্ত্রী আবরাহাম ওয়েনট্রাউবকে রোববার বোলসোনারো আয়োজিত সমাবেশে মাস্কাবহীন ছিলেন।
এপ্রিল থেকে রাজধানীতে মাস্ক পড়া বাধ্যতামূলক সত্ত্বেও এই মন্ত্রীকে মাস্ক না পড়েই লোকদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়, সমাবেশে অনেকেরই মাস্ক ছিল না।
করোনা থেকে সুরক্ষায় মাস্ক না পড়ে লোকদের সঙ্গে মেশার জন্য ব্রাসিলিয়ার ডিস্ট্রিক গভর্নমেন্ট মন্ত্রীকে ৩৮৫ ডলার জরিমানা করেছে।
ওয়েনট্রাউব বলেছেন, তাকে এখনো জরিমানার নোটিশ পাঠানো হয়নি ,তবে ঘটনা সঠিক বলে তিনি মনে করেন।
মন্ত্রী বলেন, “তারা যে কোন মূল্যে আমাকে পদ থেকে সরিয়ে দিতে চান।” করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। বাসস