গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার দিবাগত রাতে তাকে উপজেলার আবদার গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারভেজকে শ্রীপুরের আবদার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তার ঘর থেকে রক্তমাখা কাপড়, মাটির নিচ থেকে মোবাইল ফোন, পায়জামার পকেট থেকে তিনটি গলার চেইন, কানের দুল ও লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা, দুই মেয়ে ও এক ছেলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।