মুন্সীগঞ্জের এক নারীসহ আরো চারজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় একজন, গজারিয়া উপজেলায় দুইজন এবং সিরাজদিখান উপজেলায় একজন রয়েছেন।
সিরাজদিখানের আবরিপাড়ার এক যুবক (২৭) করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তার মা-ও এতে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া গজারিয়ার চার বাউশিয়ার এক গৃহিনী (৫৫), গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট (৫৪) ও মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের ভ্যানগাড়িতে তরকারি বিক্রেতা (৬০)। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে মুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে এই তথ্য পাঠানো হয়।
এদিকে, শহরের মানিকপুরের এই বৃদ্ধকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া গজারিয়ার দু’জনকেও ঢাকায় পাঠানো হচ্ছে। আক্রান্তদের বাড়িঘর এবং সংস্পর্শে আশা সকলের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউনের কাজ চলছে বলে জানা গেছে।
সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, রোববার সংগ্রহ করা ২৩ জনের রিপোর্ট থেকে এই চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ পর্যন্ত ১২৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় ১৮ জন শনাক্ত হলো।