মুন্সীগঞ্জে সোনালী ব্যাংকের পাঁচজন ব্যাংক কর্মকর্তার দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। একই দিনে আরো ছয়জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ৩৬৫ জনের করোনা শনাক্ত হলো।
সার্জন জানান, নতুন শনাক্ত ১১ জনের মধ্যে গজারিয়া উপজেলার সোনালী ব্যাংকের গজারিয়া শাখার পাঁচজন কর্মকর্তা রয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জ সদরে তিনজন, সিরাজদিখানে দু’জন ও টংগীবাড়িতে একজন।
এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন সদরের ১৩ ও লৌহজংয়ে দু’জন। এই নিয়ে জেলায় ৫২ জন সুস্থ হলেন। সিভিল সার্জন অফিসের হিসাবে মৃতের সংখ্যা ১৩।