1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরে ১৮শ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেফতার গৌরীপুরে শতবর্ষী মসজিদের নতুন অসমাপ্ত ভবনের উদ্বোধন গৌরীপুরে মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে দোকানে দোকানে লুট, গাড়ি ভাঙচুর গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের লটারি গৌরীপুরে আকিজের সেলসম্যানের হাত-পা বেঁধে নির্যাতন ও টাকা ছিনতাই, প্রতিবাদে মানববন্ধন গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদ’র আহ্বায়ক সুমন, সদস্য সচিব মোখলেছুর গৌরীপুরে চার বছর বয়সী শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার এ বছর ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শামসুজ্জামান

মেসিকে টপকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রোনাল্ডো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৫১ Time View

১৬ জুলাই ২০২৩ (কাগিজ/ওয়েবসাইট) :

বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে বেশী আয় করা  খেলোয়াড়  তালিকায় ২০১৭ সালের পর প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ২০২৩ সালে আয়ের দিক থেকে সর্বোচ্চ অর্থ উপার্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন রোনাল্ডো।
২০২৩ সালের ১ মে পর্যন্ত গত এক বছরের হিসেব অনুযায়ী রোনাল্ডোর আয় ছিল ১৩৬ মিলিয়ণ মার্কিন ডলার। এর মাধ্যমে লিওনেল মেসিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন রোনাল্ডো। ২০২২ সালে সবচেয়ে বেশী আয়ের খেলোয়াড় হিসেবে মেসির আয় ছিল ১৩০ মিলিয়ন ডলার।
রোনাল্ডোর রেকর্ড ভঙ্গকারী আয়ের মধ্যে ৪৬ মিলিয়ন ডলার ছিল মাঠের আয়, সাথে আরো ৯০ মিলিয়ন ডলার ছিল মাঠের বাইরের আয়। আর এটি ছিল রোনাল্ডোর সব মিলিয়ে তৃতীয়বারের মতো সর্বোচ্চ উপার্জনকারীর তালিকায় শীর্ষে ওঠার ঘটনা, যা এখন তাকে এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের স্বীকৃতি।
ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে সময়টা খুব একটা ভাল যায়নি পর্তুগীজ এই সুপারস্টারের। যে কারনে বিশ্বকাপের পর দলবদল করে এ বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরেতে যোগ দেন। সৌদিতে আকর্ষনীয় প্রস্তাবে খেলতে এসে বেতন প্রায় দ্বিগুন বেড়ে ৭৫ মিলিয়ন ডলার দাঁড়ায়। মাঠ থেকে আয়ের পাশাপাশি জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সাথেও রোনাল্ডোর রয়েছে আজীবনের চুক্তি। সেই চুক্তি থেকেও একটি বিরাট অংশ আয় করছেন সিআর সেভেন।
রোনাল্ডোর মাঠ থেকে যা আয় করেন তা মূলত আসে বেতন, প্রাইজ মানি ও বোনাস থেকে। আর মাঠের বাইরে স্পন্সরশীপ চুক্তি, স্মারক, এপেয়ারেন্স ফিসহ আরো কিছু খাত থেকে।
ফোর্বসের তালিকায় শীর্ষ তিন খেলোয়াড়ই ফুটবলার। দ্বিতীয় স্থানে থাকা মেসির পরে তৃতীয় অবস্থানে রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় স্থানে থাকা মেসির আয় দেখানো হয়েছে ১৩০ মিলিয়ন ডলার। এর মধ্যে আর্জেন্টাইন এই তারকার মাঠ থেকে আয় ৬৫ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে আয় রয়েছে আরো ৬৫ মিলিয়ন ইউরো। বিপরীতে এমবাপ্পের ১২০ মিলিয়ন ডলার আয়ের সিংহভাগ ১০০ মিলিয়ন ডলারই আসে মাঠের থেকে।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন লস এ্যাঞ্জেলস লেকার্সের তারকা বাসেস্কটবল খেলোয়াড় লিব্রন জেমস। ২০২৩ সালের সবচেয়ে বেশী আয়ের বাস্কেটবল খেলোয়াড় হিসেবে ১১৯ মিলিয়ন ডলার আয় করে লিব্রন রেকর্ড গড়েছেন। ১১০ মিলিয়ন ডলার আয় করে তালিকায় পঞ্চম স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ।
এছাড়া ২০২২ সালের সেপ্টেম্বরে অবসরে যাবার পরেও সর্বোচ্চ আয়ের পুরুষ ও নারী টেনিস খেলোয়াড় হিসেবে ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। সর্বমোট ৯৫.১ মিলিয়ন ডলার আয় করে ফেদেরার রয়েছেন নবম স্থানে। অন্যদিকে ৪৫.৩ মিলিয়ন ডলার আয় করে সেরেনার অবস্থান তালিকার ৪৯তম স্থানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark