1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলা, ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা।। আহ্বায়ক ফরহাদ, সদস্য সচিব রবিন শেখ হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি আল-আমিন, সম্পাদক বিপ্লব ময়মনসিংহে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হত্যাকাণ্ডের বিচারের দাবি সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল গ্রেফতার জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনলেন ড. ইউনূস ময়মনসিংহে ৮ দিন বন্ধের পর বিভিন্ন রুটে চালু হলো ট্রেন

মেসির ৭০০ গোল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৯০ Time View

১৬ বছরের ফুটবল ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। অবশেষে তিন ম্যাচ পর দেখা পেলেন ৭০০তম ক্যারিয়ার গোলের।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পানেনকা পেনাল্টি গোলে এই অর্জনে নাম লিখেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

সপ্তম খেলোয়াড় হিসেবে ক্লাব ও দেশের হয়ে ৭০০ গোলের মালিক হলেন মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনার হয়ে করলেন ৬৩০তম গোল, ক্লাবের হয়ে ৭২৪তম ম্যাচে। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ম্যাচ প্রতি তার গোলের হার দশমিক ৮৭ শতাংশ।

মেসি আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৭০ গোল। আনুষ্ঠানিকভাবে সাতশর বেশি গোল করা অন্যরা হলেন জোসেফ বিকান (৮০৫ গোল), রোমারিও (৭৭২), পেলে (৭৬৭), ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), গার্ড মুলার (৭৩৫) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৭২৮)।

গত বছর অক্টোবরে ইউরো বাছাইয়ে রোনালদো এই অর্জন করেন ইউক্রেনের বিপক্ষে, ক্যারিয়ারের ৯৭৩ ম্যাচে। আর মেসি করলেন ৮৬২ ম্যাচে- চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে ১১১ ম্যাচেরও কম খেলে। ৪৮ মিনিটে নেলসন সেমেদো বিতর্কিত পেনাল্টি আদায় করলে পানেনকা পেনাল্টি কিকে লক্ষ্যভেদ করেন মেসি।

গত ১১ বছর ধরে মেসি এক বর্ষপঞ্জিকায় ৪০টিরও বেশি গোল করে আসছেন। তার মধ্যে ৯ বার অর্ধশত বা তার বেশি গোল করেছেন। ২০১২ সালে করেন ৯১ গোল। এছাড়া ক্লাব ও দেশের হয়ে অ্যাসিস্টও রয়েছে ২৯৪টি। গোল করায় ও বানিয়ে দেওয়ায় এক হাজারি ক্লাবের কাছাকাছি তিনি।

প্রতি দুই বছর অন্তর গোলের সেঞ্চুরি করছেন মেসি। ২০১২ সালে রায়ো ভায়েকানোর বিপক্ষে করেন ৩০০তম গোল। গ্রানাডার বিপক্ষে ২০১৪ সালে চারশ নম্বর গোলটি আসে এবং ২০১৬ সালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫০০ ও ২০১৮ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৬০০ গোল করেন। মাদ্রিদ ক্লাবটির বিপক্ষেই দুই বছর পর এলো ৭০০তম গোল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark