মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কাটাজুড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহীর দূর্গাপুর থানার জয়নগর গ্রামের মনসুর আলীর ছেলে বদিউজ্জামান (৪০) ও বাগমারা থানার মিরপুর গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা শিমু (৩৭)।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বড়লেখা থেকে হাইস গাড়ি নিয়ে রাজশাহী যাচ্ছিল গাড়ির যাত্রীরা। ভোর সাড়ে ৫টার দিকে কাটাজুড়ি মসজিদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের উপর আছড়ে পড়ে। এতে দু’জন নিহত ও নয়জন আহত হন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তারা মৌলভীবাজার সেবা ক্লিনিকে ভর্তি হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
এ ব্যাপারে রাজনগর থানা ওসি আবুল হাসিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছে। গাড়িটি উদ্ধার করা হয়েছে।