কাগজ প্রতিবেদক :
বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুণরায় চালুসহ ময়মনসিংহের নানাবিদ সংকট নিরসনে কর্মবিরতি ও নাগরিক অবস্থান কর্মসুচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন। শনিবার সকালে নগরীর গাঙ্গিনারপাড় শাপলা চত্বরে কর্মসূচিতে অংশ নেন গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনসহ সকল শ্রেণি পেশার মানুষ।
অবস্থান কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, সিপিবির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, সুজন এর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শিবির আহমেদ লিটন, জেলা নাগরিক আন্দোলন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইঁয়া, গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন জেলা কমিটির সভাপতি রমজান আলী খন্দকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, প্রমুখ।
সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু, বাসাবাড়িতে বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ পূণরায় চালু, সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করে নদকে বাঁচানো, নগরীকে যানজট মুক্ত করা, ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন স্থাপন, ৩০০০ শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু, শহরের মাঝখানে রেললাইনের উপর ফ্লাইওভার ব্রীজ স্থাপন করে বর্তমান রেললাইনের স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহরে সড়ক নির্মাণ করা, শহরের প্রাণকেন্দ্র থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর, শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজিবি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ করাসহ বিভিন্ন দাবি জানান বক্তারা।##