ময়মনসিংহে অটোরিক্সা ছিনতাই সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অটোরিক্সাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-অজয় চন্দ্র দেবনাথ (৩৫), সাইদুল ইসলাম (২৯), রাসেল (২৬), মোতালেব (৪৪), আশরাফুল (৩৫), আবু বক্কর সিদ্দিক (৪৫)। গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। এরা কখনো যাত্রী বেশে উঠে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে ছনিতাই করে পালিয়ে যায় আবার কখনো রাতে আঁধারে বাড়ীর সামনে থেকে চুরি করে অন্য এলাকায় কমমূল্যে বিক্রি করে থাকে। তিনি জানান, ইতিমধ্যেই জেলার বিভিন্নস্থানে অটোরিক্সা সিন্ডিকেট চক্রের সদস্যদের হাতে নিরীহ চালককে প্রাণ দিতে হয়েছে। ###