কাগজ প্রতিবেদক :
দেশের স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন এবং বেকারত্ব দুরীকরণের অঙ্গিকার নিয়ে ময়মনসিংহে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় অফিসের উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরীর একটি পার্টি সেন্টারে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরী।
কোম্পানীর ময়মনসিংহ বিভাগীয় ইভিপি মুহাম্মদ শাহজাহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান আমজাদ, ময়মনসিংহের জিএম আনিসুল ইসলাম, শেরপুরের জিএম মো. আকতারুজ্জামান, জামালপুরের জিএম রেজাউল করিম, ভালুকার জিএম হানিফ খানসহ ডিজিএম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোম্পানী গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে অর্জিত প্রিমিয়ামের বৃহৎ অংশ প্রথম বছর থেকেই বিনিয়োগ করে আসছে। যা গ্রাহকদের অর্থ সংরক্ষণে সহায়ক হবে।##
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম বলেন, যারা আকিজ তাকাফুলের ব্যবস্থাপনা পর্যায়ে আছেন, তারা যদি সততার সাথে সুষ্ঠভাবে কাজ করে যান তাহলে আপনাদের এই প্রতিষ্ঠান অতি দ্রুত দেশের প্রথম পর্যায়ে পৌঁছে যাবে। তাই এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, আগে বীমা কোম্পানিগুলোর কাজকর্ম অফিসে গিয়ে জানতে হতো। কিন্তু দেশ ডিজিটাল হওয়ার সুবাদে এখন আমরা আমাদের নিজস্ব অফিসে বসে কোম্পানিগুলোর আয়-ব্যয় এবং ঋণের পরিমাণ কেমন তা জানতে পারব। আমরা সবসময় কোম্পানিকে টিকিয়ে রাখার চেষ্টা করি। সবশেষে তিনি বীমা কোম্পানিগুলোকে স্থায়ী সম্পদ বিনিয়োগ না করার পরামর্শ দেন।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান আমজাদ বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো বীমা কোম্পানি রয়েছে তাদের প্রধান কাজই হচ্ছে গ্রাহকের আর্থিক নিরাপত্তা দেওয়া। তিনি বলেন ‘পরিবারের এমন একজন যার উপর সবাই নির্ভশীল, সেই ব্যক্তি যদি কোনো কারণে দূর্ঘটনার শিকার হন সে ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা দেওয়াই বীমা কোম্পানির কাজ’।
তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক বীমা কোম্পানি আছে, তারা সঠিকভাবে গ্রাহকের সেবা দিচ্ছে না। তাই আমাদের প্রধান উদ্দেশ্য হবে গ্রাহকের সঠিক সেবা দিয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সকে দেশের এক নাম্বার কোম্পানি হিসেবে গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমাদের সকল কর্মকর্তা সব সময় সচেষ্ট থাকবেন।