১৬ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক
সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকরা। রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে মানববন্ধনে চিকিৎসকদের অযথা হয়রানি বন্ধ, বিনা তদন্তে চিকিৎসক গ্রেফতার বন্ধ, চিকিৎসক বান্ধব স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সোচ্চার হন চিকিৎসকরা।
মানববন্ধনে সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ড. আবুল কালাম আজাদ, গাইনী বিশেষজ্ঞ তায়্যেবা তানজিন মির্জা, মেডিসিন বিভাগের প্রফেসর ডা. আব্দুল হান্নান মিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. এহসানুর রেজাসহ চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা জানিয়ে বিএমএ স্বাচিপ, শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা চিকিৎসকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ করে বলেন, তাদের দাবি না মানলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী পালন করা হবে।