কাগজ প্রতিবেদক :
ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুন্টি এলাকায় নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশের ডুবা থেকে বৃহস্পতিবার দুপুরে ওমর নামে দশ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওমর ঘুন্টি মাঠপাড় এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে খাগডহর বিজিবি সদর দপ্তরের পিছনে রেল লাইনের পাশে ডুবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ ছিল বলে তার পরিবার জানায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে মরদেহ ডুবার ঝোপের আড়ালে ফেলে রাখে। শিশুটির ঘাড়েও আঘাতের চিহৃ রয়েছে। হত্যা রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।