জেলার ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উযায়ের আল মাহমুদ আদনান জানান, সোমবার সকাল ১০টার দিকে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় তারা নিহত হন।
নিহতরা হলেন ফুলবাড়িয়া উপজেলার হারুন অর রশিদ (৩৪) ও গৌরীপুর উপজেলার জুয়েল মিয়া (৩২)।
এসআই মাহমুদ বলেন, “জামিদিয়া মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস্ পোশাক কারখানার শ্রমিকরা দুই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
“পুলিশ তাদের সরাতে গেলে ঢাকাগামী একটি ট্রাক দ্রুত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপরে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।”
এ ঘটনায় ট্রাকচালক আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।
এসআই মাহমুদ বলেন, “ট্রাকচালকের ভয়ের কারণেই এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”