কাগজ প্রতিবেদক :
রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ ও পেনশন কমানোর প্রতিবাদে এবং ৭৫ শতাংশ মাইলেজ প্রদানের আদেশ জারি করা না হলে ২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি সফল করতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারি সমিতি জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
ময়মনসিংহ রেলস্টেশন প্লাটফর্মে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুর রহমান, জেলা সভাপতি মুহম্মদ মজিবুর রহমান, গার্ড কাউন্সিলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ইউনুস আলী মোল্লা, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, রফিকুল ইসলাম, শাহিনুজ্জামান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে রেলস্টেশন প্লাটফর্মে একটি বিক্ষোভ মিছিল করে তারা।