কাগজ প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ময়মনসিংহে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে নগরীর টাউনহল চত্বর থেকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উন্নয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাপুর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি আমিনুল হক শামীম ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, অধ্যাপক আব্দুর রাজ্জাক, হোসাইন জাহাঙ্গীর বাবু, আনোয়ারুল হক রিপন, মফিজুন নুর খোকা, আহমেদ হোসেন, অধ্যক্ষ আব্দুর রফিক জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডও তুলে ধরেন।