কাগজ প্রতিবেদক :
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছ। ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ সকাল সাড়ে আটায় দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কেটে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এ সময়ময় মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজিব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দেয়া করা হয়।