গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, করোনা রোগিদের সুচিকিৎসা নিশ্চিত করতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে নগরীর এসকে হাসপাতালে করোনা রোগিদের জন্য ইউনিট চালু থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে এই অঞ্চলের করোনা আক্রান্তদের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৪ জুন বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করে এসব কথা বলেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাসেম, কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, জেলা প্রশাসক মিজানুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষèী নারায়ণ মুজমদার, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ হাসপাতাল ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষèী নারায়ণ মুজমদার জানান, মচিমহার নতুন ভবনের পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত চারটি ফোরে দশটি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। এজন্য ২১ জন চিকিৎসক, ১৮ জন নার্সসহ প্রয়োজনীয় স্টাফ নিয়োজিত করা হয়েছে। এটি চালু হলে করোনা রোগিদের জন্য চিকিৎসা সেবায় সুব্যবস্থা নিশ্চিত হবে বলে জানান নগরবাসী। ###