কাগজ প্রতিবেদক,
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জন রোগি ভর্তিসহ মোট ৪০ জন রোগি রয়েছে। ভর্তিকৃতদের মধ্যে ২৫ জন পুরুষ, ১৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে ফিরে গেছেন ১৭ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রায় সবাই ঢাকা ও আশেপাশের এলাকা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নেত্রকোনার দুর্গাপুরের বিলকিস বেগম এবং ৭ জুলাই ময়মনসিংহের তারাকান্দার আব্দুর রাজ্জাক এবং ১০ জুলাই কিশোরগঞ্জ করিমগঞ্জের আসমা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়।