কাগজ প্রতিবেদক
যমুনা গ্রুপের স্বপ্নদ্রস্ট্রা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগরীর মধ্য বাড়েরা ফয়জুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওয়ালানা মো. সাইদুল আমীন।
যুগান্তর ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকনের সঞ্চালনায় ও স্টাফ রিপোর্টার অমিত রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, দৈনিক স্বদেশ সংবাদের সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, প্রবীণ সাংবাদিক নওয়াব আলী, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক রবীন্দ্রনাথ পাল, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ, দৈনিক সবুজ পত্রিকার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন রায়হান, দৈনিক স্বজন পত্রিকার নির্বাহী সম্পাদক কামাল হোসেন, দেশ টিভির বিভাগীয় প্রতিনিধি ইলিয়াস আহমেদ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ ক্যামেরা জার্ণালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগান্তর ময়মনসিংহ ব্যুরোর ক্যামেরাম্যান আদিলুজ্জামান আদিল, স্বজন সমাবেশের আহ্বায়ক বিপ্লব বসাক, সংবাদপত্র এজেন্ট আজিজুর রহমান, সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম রিপন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ##