যুক্তরাষ্ট্রে এক দিনে ৬০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে গত ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাবের পর ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৪৮০ জন।
করোনার প্রাদুর্ভাবের পর ২ জুলাই যুক্তরাষ্ট্রে এক দিনে ৫৫ হাজার ২২০ জন আক্রান্তের তথ্য জানানো হয়েছিল। ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল এটি। মঙ্গলবার সেই রেকর্ড ভঙ্গ করে ৬৬ হাজার ২১ জন আক্রান্তের তথ্য জানানো হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৫০ টি অঙ্গরাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। অবশ্য হোয়াইট হাউজের করোনা টাস্ক ফোর্সের প্রধান ড. অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের প্রথম দফা প্রাদুর্ভাবের ‘হাঁটু পানিতে’ আছে এখনও যুক্তরাষ্ট্র।