মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রতিদিনই কমছে। দেশটির স্থানীয় সময় শনিবার একদিনে মৃত্যুবরণ করেছেন ১৬৯১ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৪৪ জন।
এর আগে শুক্রবার একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার সাতজন এবং মৃত্যুবরণ করেন ১৮৯৭ জন।
এছাড়া বৃহস্পতিবার নতুন করে ২২০১ এবং বুধবার মারা যান ২৩৯০ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- দেশটিতে এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬০ হাজার ৭৭৪ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭২৫ জন।