রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরো ১৮৮ জনের পরীক্ষা করে বৃহস্পতিবার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এই বিভাগের আট জেলায় ১ হাজার ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হলো।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার একে এম নূর-উন-নবী লাইজু জানিয়েছেন রমেকে আজ ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। এদের মধ্যে রংপুর মহানগরীতে তিন জন মিঠাপুকুর, পীরগঞ্জ, কুড়ি গ্রামের রৌমারী এবং পঞ্চগড়ের বোদায় একজন করে। তিনি আরো জানান, এ নিয়ে বিভাগের ৬৮ করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ১৩, গাইবান্ধায় ১২, লালমনির হাটে ২, কুড়িগ্রামে ৫, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৭, দিনাজপুরে ১৫ এবং পঞ্চগড়ে ৩ জন।
রংপুর সিভিল সার্জন হিরোম্ব কুমার রায় জানিয়েছেন, বৃহস্পতিবার রমেক হাসপাতালে পরীক্ষা করার পর রংপুর মহানগরীর কেল্লাবন্দে যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং কারমাইকেল কলেজের তরুণ তিনজন মিঠাপুকুরের সেরু ডাংগায় একজন শিশু এবং পীরগঞ্জ শানেরহাট এক জন যুবক করোনা শনাক্ত হয়েছে।তাদের নিজনিজ বাড়িসহ আশে পাশের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।