রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। তারা হলেন উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুটান পাড়া এলাকার বিনামতি ত্রিপুরা (৩৫), নিলু কুমার ত্রিপুরা (২৮)। তবে আরেক জনের নাম জানা যায়নি।
উপজেলার ১ নং ঘিলাছড়ি এলাকার ভুটান পাড়া ১ নং ওয়ার্ডে অজ্ঞাত রোগে ২ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করছেন, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) স্বরসতি ত্রিপুরা।
স্বরসতি ত্রিপুরা জানান, কয়েক দিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে ১০ এপ্রিল দুই জন মারা গেছেন। ত্রিপুরা অধুষ্যিত এ এলাকার গ্রামে আরো ০৪/০৫ জন এ রোগে আক্রান্ত রয়েছে। পাহাড়ি এলাকাটি দুর্গম হওয়ায় লোকজনের চিকিৎসা নিতে বিলম্ব হচ্ছে।
এ দিকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রু হলা অং মারমা জানান, এলাকায় রোববার সকালে একটি ম্যাডিক্যাল টিম পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে তাদের মৃত্যুর কারণ কী।