করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া ৫৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। তিনি সামান্য জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ব্যক্তির একজন দিনমজুর। তিনি বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি। ইতোমধ্যে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছি।
তিনি আরো জানান, মৃত ব্যক্তির বাড়ির সবাইকে হোম কোয়ারেণ্টাইনে রাখা হয়েছে।