ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে গাড়ি ও কর্মমুখী যাত্রীদের চাপ নেই। এবার দক্ষিণাঞ্চলের করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কর্মস্থল রাজধানীতে ফিরতে দেখেশুনে চলছে করেছে কর্মজীবী মানুষ।
এর কারণ হিসেবে যাত্রী ও ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন,এবার ঈদে ঢাকার কর্মজীবি মানুষ বাড়িতে কম এসেছে। আর যারা এসেছে তারা সাধারণ ছুটির শেষ দিনে অর্থাৎ ৩০ মে একবারেই করোনার ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরে গেছেন।
তবে সরকারি চাকরিজিবিরা আজ রোববারে ছোট ছোট প্রাইভেট কার ভাড়া করে ফেরিতে ফিরছেন। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে সাধারণ যাত্রী ও গাড়ির চাপ একটু বাড়তে পারে।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া ঘাটে ঈদের দিন থেকেই ৯টি ফেরি যানবাহন পারাপারের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু এবার এ ঘাট দিয়ে ঢাকাফেরত যাত্রী ও গাড়ির কোনো চাপ নেই। অনেক সময় গাড়ির অভাবে ৪/৫টি করে গাড়ি নিয়েই ফেরি পাটুরিয়া ঘাটে ফিরে যাচ্ছে