রাজবাড়ীতে করোভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের (৫৮) মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার লক্ষীকোল হরিসভা গ্রামে তিনি মারা যান। তার করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগ।
নিহতের প্রতিবেশী জয়দেব কর্মকার বলেন, এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন তিনি। হঠাৎ করেই রোববার বিকেলের দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।
জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সবগুলি উপসর্গ নিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যে কারণে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান বলেন, সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে লাশ সৎকারের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজবাড়ী সদর উপজেলায় পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যে কারণে ওইদিনই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে পুরো জেলাকে ১০ দিনের জন্য লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।