আফ্রিকার দেশ লিবিয়ায় শুক্রবার (১২ জুন) আরো ৩টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। খবর আনাদোলু এজেন্সির।
এর আগে বৃহস্পতিবার রাজধানী ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তারহুনা অঞ্চলে ৮টি গণকবরের সন্ধান পায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। শুক্রবার গণকবর থেকে নারী ও শিশুসহ ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই উদ্ধার কাজ করতে গিয়ে ওই অঞ্চলেই আরো ৩টি গণকবরের সন্ধান পেয়েছে লিবিয়ার সেনাবাহিনী বুরকান আল-ঘাদাব।
লিবিয়ার আইনমন্ত্রী জানিয়েছেন গণকবরগুলো ফরেনসিক তদন্তের জন্য ঘিরে রাখা হয়েছে।
জাতিসংঘ সমর্থিত সরকারকে উচ্ছেদ করতে যুদ্ধে লিপ্ত হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে ছিল তারহুনা অঞ্চলটি। সম্প্রতি তাদের হটিয়ে ওই অঞ্চলটি দখলে নিয়েছে লিবিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই বিভিন্ন স্থানে মৃতদেহ ও গণকবরের সন্ধান মিলতে শুরু করেছে।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।
উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।