মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রথম করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। পুরো উপজেলায় ২২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন নেগেটিভ এবং একজন পজিটিভ পাওয়া গেছে। আর ছয়জনের রেজাল্ট এখনও আসেনি।
এছাড়া সিরাজদিখানে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার আইইডিসিআর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করেছে।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শামীম আহমেদ জানান, কনকসার নাগের হাটে ৪৮ বছর বয়সী একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সহ বাড়ীটি সাতজন সদস্য ও তিনটি ঘর লকডাউন করা হয়েছে। লকডাউনের সময় কীভাবে পার করবেন প্রশাসন তা বুঝিয়ে দিয়ে আসবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
অপরদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সকালে আইইডিসিআর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, ১১ এপ্রিল সংগ্রহ করে ১২ তারিখে পাঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একজন ও লৌহজংয়ের একজনের পজেটিভ পাওয়া যায়। এরা দু’জনই পুরুষ। এই নিয়ে মুন্সীগঞ্জ জেলায় করোনা সংক্রমণ হলো ১৪ জনের।
সিরাজদিখান উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী আপাততঃ বাড়িতেই আছেন। তিনি সুস্থ হচ্ছেন। গত ১২ দিন ধরেই হোম কোয়ারেন্টাইনে আছেন। রোগী নিজে যথেষ্ট সচেতন। উপসর্গ হওয়ার পর থেকেই তিনি নিজ ঘরে আছেন। তাই সেখানে কোনো বাড়িঘর লকডাউন করতে হচ্ছে না।
সিভিল সার্জন আরো জানান, মুন্সীগঞ্জে এ পর্যন্ত ১২৮ জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৫ জনের রেজাল্ট পাওয়া গেলো। এর মধ্যে মুন্সীগঞ্জে জেলায় করোনা শনাক্ত হলো ১৪ জনের। তবে নারায়ণগঞ্জের মৃত ব্যক্তির (মুন্সীগঞ্জের মান্দ্রায় দাফন করতে নিয়ে আসা) নমুনা যেহেতু মুন্সীগঞ্জ থেকে পাঠানো হয়েছিল, তাই এ জেলার সাথে এটি গননা করা হচ্ছে। এছাড়া রোববার সংগ্রহ করা ২৩ জনের সোয়াব সোমবার সকালে আইইডিসিআর নিয়ে গেছে পরীক্ষার জন্য।