করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নোয়াখালী জেলাকে শনিবার ভোর ৬টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন থেকে এই ঘোষণা দেয়া হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ মোমিনুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই ঘোষণার পর জেলার অভ্যন্তরে জনসাধারণের আগমন ও বহির্গমনে নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে। একইসাথে এক উপজেলা থেকে অন্য উপজেলায়, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে এবং এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কেউ আদেশ আমান্য করলে শাস্তির বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। লকডাউন মেনে চলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে কাজ করছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন সড়কে গাছ ফেলে ও বাঁশ দিয়ে জনচলাচল বন্ধ করে দিয়েছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, গত দুই দিনে ঢাকা, নারায়ণগঞ্জসহ ঝঁকিপূণ বিভিন্ন এলাকা থেকে অ্যাম্বলেন্স ও ট্রাক-পিকআপে চড়ে গোপনে নোয়াখালীতে প্রবেশ করছে। হাতিয়া বয়ার চরে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে পিকআপে চড়ে নোয়াখালী আসা ছয়জনকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলার সোনাইমুড়ী উপজেলার দক্ষিন চাঁদপুর গ্রামের নিয়ে ইতালিপ্রবাসী এক ব্যক্তি করোনার লক্ষণ নিয়ে ঢাকায় নেয়ার পথে মারা যাওয়ার পর থেকে জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।