শরীয়তপুরের নড়িয়ার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ঢাকার কুয়েতমৈত্রী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ কারণে তার ও তার স্বজনদের ২টি বাড়ি এবং আশপাশের আরো ৩৩টি বাড়িসহ মোট ৩৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে লকডাউন করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কাজী আবু তাহের।
তিনি জানান, ইতোমধ্যে নড়িয়া উপজেলার সকল হাট-বাজারসহ সবধরনের লোকালয় ও রাস্তা-ঘাটে যেকোনো ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই অবস্থায় কাউকে ঘরের বাইরে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নড়িয়া উপজেলা এলাকায় লোকজনের চলাফেরা বন্ধসহ যেকোনো ধরনের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে মাইকিং করা হচ্ছে।