হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীর উপর দিয়ে যাওয়া সড়কের ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দুই তিন বছর ধরে ব্রিজটি দিয়ে কেবল মাত্র হালকা যানবাহন চলাচল করছে। উপজেলা প্রকৌশল অফিস জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করার জন্য টেন্ডার আহবান করে । নিয়োগকৃত ঠিকাদার পুরাতন ব্রিজটি ভেঙ্গে ফেলার জন্য ওই ব্রিজের পাশেই চলাচলের বিকল্প সড়ক ও সেতু তৈরী করেন।
দুইদিন পূর্বে রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে পানির স্রোতে বিকল্প সড়ক সেতুটি নদীর পানিতে তলিয়ে গেছে। এই বিকল্প সড়ক সেতুটি দিয়ে হাজারো মানুষসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন। সুতাং থেকে উপজেলা শহর শায়েস্তাগঞ্জের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সুতাং ব্রিজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুতাং নদীর উপর দিয়ে সুতাং হয়ে শায়েস্তাগঞ্জে যাওয়ার জন্য বাঁশ আর মাটি ফেলে তৈরী করা রাস্তা ও সেতুটি বর্ষার আসার আগেই পানিতে তলিয়ে গেছে। একটি মজবুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা না করে দীর্ঘমেয়াদী এই ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হলে এলাকাবাসীকে পোহাতে হবে মহা দুর্ভোগ। নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, মুখলিছ মিয়া জানান, বিষয়টি এলজিইডির অধীনে রয়েছে। তিনি মজবুত করে সড়কটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এমতাবস্থায়, সুতাং নদীর উপর নতুন ব্রিজটির নির্মাণ কাজ শুরু করার পূর্বে এ সড়কে আরেকটি মজবুত বিকল্প রাস্তা পুনরায় নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।