কাগজ প্রতিবেদক
দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। বুধবার দুপুরে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিএনপির অঙ্গসহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শিব্বির আহমেদ বুলু, মাহবুবুর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের বিভাগীয় আহ্বায়ক প্রফেসর ড. শাহজাহান, সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার ধুসরদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।