শ্রীনগরে নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় করোন ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ জন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নতুন ৩ জনের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। তাদের মধ্যে ১ নারী পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের পূর্বে আক্রান্ত ব্যক্তির পুত্রবধু। অপর দুইজন উপজেলার গোল্ডেন সিটির এক অ্যাডভোকেটের ভবনে ভাড়া থাকেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। স্বামী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি আরো জানান, গত ১৬ এপ্রিল পর্যন্ত এই উপজেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ৩৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। ১৭ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, গোল্ডেন সিটির বাড়িটি শুক্রবার দুপুরেই লগডাউন করা হয়েছে। ওই বিল্ডিংয়ের আশপাশের বিল্ডিং গুলোতে বসবাসরত মানুষের চলাচল সীমিত করা হয়েছে। কেউ তা ভঙ্গ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, পাটাভোগ ইউনিয়নের ফৈনপুরের বাড়িটি আগে থেকেই লগডাউনে রয়েছে।