জাতীয় সংসদের বাজেট অধিবেশন গত ১০ জুন শুরু হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের করোনার পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৯৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে ৯১ জনের করোনা পজিটিভ এসেছে।
বুধবার জাতীয় সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক বলেন, গত ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত সংসদের ৯৫৫ জন কর্মকর্তা-কর্মচারীর পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, সংসদে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।