কাগজ প্রতিবেদক
সমন্বিত বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালুর দাবিতে টানা ৪৪ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। পাশাপাশি সমন্বিত ডিগ্রি চালু না করার দাবিতে গত ৭ জুন থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির ভিপি মো. শাহরিয়ার খন্দকার বলেন, আমাদের দাবিটি যৌক্তিক। সমন্বিত ডিগ্রি চালু না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে নারাজ। শিক্ষকেরা চাচ্ছেন যে আমরা ক্লাস-পরীক্ষা শুরু করি। আমরা দাবি আদায় করে তবেই ক্লাসে ফিরব।
একই প্রজ্ঞাপনের ভিত্তিতে সমন্বিত ডিগ্রি চালু না করার দাবিতে ৭ জুন থেকে দুই সপ্তাহ ক্লাস-পরীক্ষা বন্ধ রখেছিলো পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। বর্তমানে ক্লাস-পরীক্ষা চলমান রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এ বিষয়ে পশুপালন অনুষদ ছাত্র সমিতির ভিপি রেজউয়ান উল আমিন বলেন, আন্দোলনের প্রথম দুই সপ্তাহ আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছিলাম। পরবর্তীতে করোনাকালীন ক্ষতি মাথায় রেখে সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা ক্লাস-পরীক্ষা শুরু করি। তবে আমাদের আন্দোলন বন্ধ হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আউয়াল বলেন, আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসুক। মূলত চাকরি নিয়ে শঙ্কিত থাকার কারণেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের আন্দোলনের বিষয়টির সমাধান পুরটাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের হাতে। শিক্ষকদের হাতে কিছুই নাই। আন্দোলনের মাধ্যমে তারা মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয় বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছি। আমি শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছি। শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু করা সম্ভাব আমি করার চেষ্টা করব। ক্লাস-পরীক্ষা বন্ধ রাখায় শিক্ষার্থীদের সেশন জটে পড়ার ব্যাপারে তিনি বলেন, আন্দোলন যত আগাবে সেশন জট তত বেশি বাড়বে। ইতোমধ্যেই তারা দেড় মাস মতো পিছিয়ে গিয়েছে। সেশন জটের ব্যাপারে অনু্ষদীয় ডিনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে গত ৩০ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালার কয়েকটি পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করে সমন্বিত ডিগ্রি ও পশুপালন ডিগ্রিকে অন্তর্ভূক্ত করা হয়।