কাগজ প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘রিফর্ম বাংলাদেশ’ ছাত্র সংগঠন। গত বুধবার দুপুরে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী এস এম ইরফান মাহির।
সংগঠনটি ভোক্তা অধিকার সেবা, বাজার মনিটরিং, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার সেবা মনিটরিং করে। এসবে তারা কিছু অসংগতি খুজে পান এবং এসব বিষয় প্রশাসনকে অবহিত করেন। প্রশাসন অসঙ্গতি দুর করার জন্য তাদের সাথে কাজ করতে আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে এসব অসংগতি দুর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান।
এসময় আদিব বিন হোসেইন, ফারহান শাহরিয়ার ফাহিম, মৌরিন ইসলাম, উম্মে হাবিবা, রাগীব মোহসিন তুর্য, জহুরা মানসুবা সাদিয়া, নিঝুম আবিদ, শেনন শাহরিয়ার, নাজমুস সাকিব, ময়মনসিংহে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগরের (২৪) বাবা আসাদুজ্জামানসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৫ই আগস্ট ছাত্র গণআন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থানের নতুন সূচনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এ সংগঠনটি কাজ করছে। সমাজ থেকে দূর্নীতি, বৈষম্য, চাঁদাবাজী, ভোক্তা অধিকার সেবা, বাজার মনিটরিং, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার সেবা মনিটরিংসহ নানা বিষয়ে ভূমিকা রাখবে বলে তারা জানান। ২৪০ জন সদস্য ৯টি গ্রুপে ৭টি সেক্টরে কাজ করে যাচ্ছেন।