দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীকে। আগামী ১ আগস্টের মধ্যে বাংলো না ছাড়লে তাকে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটাগরিতে ১৯৯৭ সালে রাজধানীর অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত লোদি রোডের ওই সরকারি বাংলোটি বরাদ্দ পান প্রিয়াংকা। গত ৩০ জুন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় চিঠি দিয়ে তাকে বাংলো খালি করতে বলে।
ওই চিঠিতে জানানো হয়, লোদি এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি এসপিজি নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়াংককে যেহেতু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো তাকে ছাড়তে হবে।
নোটিসে জানানো হয়, জেড প্লাস ক্যাটেগরিতে নিরাপত্তাপ্রাপ্তরা সরকারি আবাসনের দাবিদার নন। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করলে সংসদীয় আবাসন কমিটিই একমাত্র বিশেষ ছাড় দিতে পারে। প্রিয়াংকার ক্ষেত্রে এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ায় তাকে বাংলো ছাড়তে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রিয়াংকার কাছে বকেয়া হিসেবে ৩ লাখ ৬৪ হাজার রুপি পাওনা রয়েছে সরকারের।