ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিষধর সাপের কামড়ে মোরশেদ (৩৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আড়াইসীধা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জজ মিয়ার ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোরশেদ তার বাড়ির আঙ্গিনার ইদুরের গর্তে একটি গোখরা সাপ ঢুকতে দেখে টেঁটা নিয়ে মারতে যান। এ সময় গর্তের মুখে টেঁটা দিয়ে সাপের লেজে আঘাত করলে, অন্য একটি গর্ত দিয়ে সাপটি বেরিয়ে তার পায়ে কামড় বসিয়ে দেয়। ওই অবস্থায়ই মোরশেদ সাপটিকে মেরে ফেলে। পরে তার শরীরে প্রচণ্ড বিষক্রিয়া দেখা দিলে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়।
শনিবার সকাল ১১টায় জানাযা শেষে ভবানীপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।