বগুড়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার (৭০) নভেল করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান। তার শ্যালক গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া করোনায় চাতাল ব্যবসায়ী রবিউল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি দুপচাচিয়া উপজেলার মাঝিহট্ট গ্রামের বাসিন্দা। সকাল সোয়া ১০টায় বগুড়ার টিএমএসএস হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক আব্দুর রহিম রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ জুন রবিউলের করোনা শনাক্ত হয়। তাছাড়া তিনি ডায়াবেটিস, শ্বাসকষ্টে ভুগছিলেন।