কাগজ প্রতিবেদক
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহস্থ নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার জনগণের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র সম্পাদক রিয়াদ হাসান লিটন, মোহনগঞ্জ যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, ওয়ালী উল্লাহ, আমিনুল ইসলাম, শামীম তালুকদার, জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শফিকুল বাশার, শেখ স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরি দিয়েছেন। বহু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে।
উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তাঁকে ফাঁসির আসামি করা হয়। ##