সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুন) রাতে শনাক্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত জেলায় মোট শনাক্ত ২ হাজার ৯৩ জন।
বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন ৫ এপ্রিল। এরপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মারা গেছেন ৪৭ জন। সুস্থ হয়েছেন ২৬০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন।