সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার হারিবন্দ হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আওয়াল মিয়া (৩৫) ও একই গ্রামের চান্দু মিয়ার ছেলে বাবুল মিয়া (৩২)।
শুক্রবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমজোড়া গ্রামের কয়েকজন জেলে হারিবন্দ হাওরে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ওই দুজন মারা যান। পরে স্থানীয়রা রাতে বাবুল মিয়ার ও আজ সকলে আওয়াল মিয়ার লাশ উদ্ধার করে।