সুনামগঞ্জে এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। রোববার সকালে ওই নারীর করোনা পজেটিভ রিপোর্ট স্বাস্থ্য বিভাগের কাছে আসে।
সুনামগঞ্জের সিভিল র্সাজন ডাঃ মোঃ শামস উদ্দিন বলেন, কয়েকদিন আগে আক্রান্ত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়। রোববার সকালে রিপোর্ট আসে ওই নারীর করোনাভাইরাস পজেটিভ। এর পরেই তার গ্রামের বাড়িটি লকডাউন করা হয়। তবে নারীর বয়স অথবা অন্য কোনো পরিচয় দেননি। তিনি আরো জানান, এ পর্যন্ত সুনামগঞ্জ থেকে ১৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন, দোয়ারাবাজারের চন্ডিপুর গ্রামের ওই নারী করোনায় আক্রান্ত হওয়ায় চন্ডিপুর গ্রামকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। রোগীর অবস্থা অবনতি হলে তাকে আইসোলেশনে রাখা হবে।